ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে দুই আলমসাধুর (তিন চাকার যানবাহন) মুখোমুখি সংঘর্ষে একটির চালক শের আলী (৫৫) নিহত হয়েছেন।  

সোমবার (৪ নভেম্বর) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার ঘোষপাড়ায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শের আলী ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর এলাকার বাসিন্দা।  

স্থানীয়রা জানান, সোমবার ভোরে শের আলী আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঘোষপাড়ায় আরেকটি আলমসাধুর সঙ্গে শের আলীর আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন শের আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।