ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার

ঢাকা: দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল লতিফ ভূইয়া (৫৫) নামে এক আসামি একযুগ পলাতক থাকার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার লতিফ পাঁচটি মামলায় সর্বমোট ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১২ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।