ঢাকা: দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল লতিফ ভূইয়া (৫৫) নামে এক আসামি একযুগ পলাতক থাকার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার লতিফ পাঁচটি মামলায় সর্বমোট ৪৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ ১২ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
পিএম/আরআইএস