ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রজনন মৌসুমে কাঁকড়া শিকার, ১০ জেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
প্রজনন মৌসুমে কাঁকড়া শিকার, ১০ জেলের জরিমানা

সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারের অভিযোগে আটক ১০ জেলেকে বন আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে সুন্দরবনের নাটাবকী অভয়ারণ্যে এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রিকাব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন।

বন বিভাগ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীন অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাঁকড়া আহরণ করছে এমন খবরে সকাল ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০ জেলেকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত দুটি নৌকা ও চারশ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল। জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোছাইন চৌধুরী জানান, আটক জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।