ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
লাখাইয়ে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফ মোল্লা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে ওই ব্যক্তির নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে লাখাই থানা পুলিশ।

 

গ্রেপ্তার ইউসুফ এলাকার চিহ্নিত মাদক কারবারী ও লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের তাজমীর মোল্লার ছেলে।  

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ জেলার চিহ্নিত মাদক কারবারী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।