ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
লালপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নাটোর: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মো. বিশাল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আঙারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিশাল হোসেন লালপুর উপজেলার একই এলাকার মো. কবিরের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যার দিকে রেললাইন দিয়ে বিশাল মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজেদের জমিতে যাচ্ছিলেন। এসময় চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন পিছন দিক থেকে ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।  

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।