ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
চুনারুঘাটে মিলল ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ

হবিগঞ্জ: জেলার চুনারুঘাট উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

নিহত আতাউর রহমান উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের  ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, আগেরদিন বুধবার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের পুকুরপাড়ে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর চালককে হত্যা করা হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।