ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

৬ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন তুহিনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
৬ দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন তুহিনের

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় বাড়ি থেকে বের হওয়ার ছয় দিনেও খোঁজ মেলেনি মানসিক ভারসাম্যহীন এক যুবকের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) তুহিনের ভাই জন বৈরাগী এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের দীলিপ বৈরাগীর ছেলে তুহিন বৈরাগী (৩৪) মানসিক ভারসাম্যহীন। গত ২ ফেব্রুয়ারি দুপুরে পয়সারহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পর তিনি আর ফেরেননি। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে মাইকিং করে তুহিনের খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।