ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন লাইনে, ট্রেন চলাচল বন্ধ ছিল ৪০ মিনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন লাইনে, ট্রেন চলাচল বন্ধ ছিল ৪০ মিনিট

ঢাকা: রেলপথের ওপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের একটি ক্রেন পড়ে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজধানীর কারওয়ান বাজার থেকে মগবাজারমুখী এক্সপ্রেসওয়ের কাজ চলার সময় এ ঘটনা ঘটে।

এজন্য ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিল।  

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ ক্রেন সরিয়ে নেয়। সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এনবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।