ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে উদ্ধার অবিস্ফোরিত মর্টারশেল ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
জাফলংয়ে উদ্ধার অবিস্ফোরিত মর্টারশেল ধ্বংস

সিলেট: গোয়াইনঘাটে উদ্ধার হওয়া মর্টার শেলটি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেট এসএমপি টিমের ইনচার্জ সার্জেন্ট আবু বক্কর শাওনের নেতৃত্বে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গেরপাড় নদীর তীরে এ মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরের দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় নামক স্থানে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় একজন বারকি শ্রমিকের হাতে মর্টার শেলটি লাগে। পরে দুজন বারকি শ্রমিক মর্টার শেলটি নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন।

মঙ্গলবার বিকেলে এসএমপিন বোম্ব ডিসপোজাল টিম পিয়াইন নদীর তীরে উদ্ধারকৃতটি মর্টার শেল নিষ্ক্রিয় করেন।

গোয়াইনঘাট থানা ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই পিন্টু সরকার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মর্টাল শেল পাওয়ার তথ্য গোয়াইনঘাট থানা পুলিশকে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে সেটিকে জনসাধারণ থেকে দূরে সরিয়ে নিরাপত্তা বলয়ে রাখি। পরে বোমা বিস্ফোরক টিম এসে সেটিকে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন।

এসএমপির বোম্ব ডিসপোজাল টিমের সার্জেন্ট আবু বক্কর শাওন মর্টার শেলটি নিষ্ক্রিয় করার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।