ঢাকা: বিভিন্ন কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ঢাকার কদমতলীর মুরাদপুর মানবকল্যাণ সংঘ।
দিবসটি উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও নাচ, চিত্রাঙ্কন এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
সংঘের সভাপতি শাহরিয়ার আহমেদ রিংকু বলেন, ভাষা শহীদদের ত্যাগের শিক্ষা সমাজের সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। বিভিন্ন মিডিয়ার খবরে দেখা যায়, আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে যখন জিজ্ঞেস করা হয় ২১ শে ফেব্রুয়ারি কী দিবস বা এর তাৎপর্য কী, তখন তারা অপারগতা প্রকাশ করে মুখ লুকায়। অথচ তারা সমাজের শিক্ষিত শ্রেণীর মানুষ। আমাদের এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন আরিফুল হক, মো. সুজন হোসেন, আবু সাঈদ রনি, মিন্টু চন্দ্র রায়, রুবেল শরীফ, কাজল চন্দ্র মন্ডল, মো. সেলিম পাঠান, মো. হোসাইন, মারুফ হোসেন, আমিনুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এইচএ/