নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল মাঝিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি ১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।
এর আগে শুক্রবার ফতুল্লার দাপা ও ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মামলা হওয়ার পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক থাকেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি দল অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা থেকে মুন্সিগঞ্জের মাকহাটি এলাকার মতি মাঝির ছেলে নজরুলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এমআরপি/আরবি