ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ২ বগি রেখে চলে গেল বিজয় এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
গৌরীপুরে ২ বগি রেখে চলে গেল বিজয় এক্সপ্রেস

মনমনসিংহ: জেলার গৌরীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের হুক ছিঁড়ে পেছনের দুই বগি ফেলে রেখে চলে গেল যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পৌনে ৫টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেন ময়মনসিংহ রেলস্টেশন মাস্টার মো. নাজমুল হক খান।      

তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা ছেড়ে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসটি গৌরীপুর স্টেশনে প্রবেশ করার আগে আউটার সিগনাল এলাকায় হুক ছিঁড়ে দুইটি বগি পেছনে থেকে যায়। এ সময় ট্রেনটি স্টেশনে এসে থামলে রেখে আসা বগির যাত্রীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়। স্বাভাবিক রয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহ রেলপথের যোগাযোগ।

এ বিষয়ে গৌরীপুর রেলস্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেসটি গৌরীপুর বাস স্টেশনের আউটার সিগনাল এলাকায় আসতেই পেছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে এ ঘটনা ঘটে। তবে মেরামত কাজ চলছে, কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করছি।  

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।