ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করলো পুনাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করলো পুনাক

ঢাকা: পবিত্র রমজানের প্রথম দিন থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি রমজানে ইফতার বিতরণ শুরু করে।

মঙ্গলবার (১২ মার্চ) ১০০ জন অসহায়, দুস্থ ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে পুনাক।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী জানান, পুনাক সদস্যদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।  

পুনাক রমজান মাসব্যাপী প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে গড়ে শতাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।