ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় পিকআপভ্যান চাপায় জয়নাল মিয়া (২৬) নামে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।  

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত জয়নাল একই উপজেলার আনন্দ গ্রামের মাহতাব আলীর ছেলে। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শশই এলাকায় ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নাল নিহত হন এবং আহত হন আরেকজন।  

সরাইল খাঁটিহাতা হাইওয়ে ভারপ্রাপ্ত ইনচার্জ মোল্লা সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।  

তিনি আরও জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।