ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহারাস্তিতে ৪ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
শাহারাস্তিতে ৪ তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের শাহারাস্তি উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করা, কৃষি বিপণন লাইসেন্স না থাকা, পাকা রশিদ দেখাতে না পারা ও বিক্রয় রশিদের কার্বন কপি না থাকায় চার তরমুজ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার, ধোঁয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

রাতে এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠাকুরবাজার একটি তরমুজ আড়ৎকে ১০ হাজার টাকা, দোয়াভাঙ্গা মদিনা এন্টারপ্রাইজ ফলের আড়ৎকে ৩০ হাজার টাকা, কালিয়াপাড়া ভোলা চরফ্যাশন বাণিজ্যিলয় তরমুজ আড়ৎকে ২০ হাজার টাকা এবং ভাই ভাই ফল ভাণ্ডার তরমুজ আড়ৎকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শাহারাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।