ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রমজানে মেট্রোর যাত্রী চলাচল কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
রমজানে মেট্রোর যাত্রী চলাচল কমেছে

ঢাকা: পবিত্র রমজান মাসে মেট্রোরেলে যাত্রী চলাচল কমেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, রমজানের আগে প্রতিদিন ২ লাখ ৯০ থেকে ২ লাখ ৯৫ হাজার যাত্রী মেট্রোয় যাতায়াত করত। কিন্তু রমজানে যাত্রী যাতায়াত কমেছে। এখন ২ লাখ ৪৬ হাজারের মতো যাত্রী প্রতিদিন যাতায়াত করছে৷

আয়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন ৩ লাখ যাত্রী যাতায়াত করে, তখন দেড় কোটি টাকার মতো আয় হয়। কিন্তু এখানে এমআরটি পাসের যাত্রীদের অর্থ জমা থাকার একটি বিষয় আছে। যে কারণে আমরা এটি ভ্যারিফাইডভাবে প্রকাশ করি না।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।