ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তাড়াশে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
তাড়াশে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা বাজার এলাকায় ট্রাকচাপায় মো. সায়েম আলী (১৭) নামে এক কিশোর পথচারীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৭ মার্চ) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম পাবনার সাথিয়া উপজেলার সাথিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, সকালে খালকুলা এলাকায় জনতা হোটেলের সামনে ওই মহাসড়ক পার হচ্ছিল সায়েম। এ সময় ঢাকা থেকে বনপাড়াগামী একটি ট্রাকচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।