ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জালের সঙ্গে পেঁচিয়ে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
জালের সঙ্গে পেঁচিয়ে প্রাণ গেল কিশোরের

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমাম হোসেন গাজী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে দাদার সঙ্গে পানগুছি নদীতে মাছ ধরার সময় অসাবধনতাবসত জালের দড়িতে পেঁচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইমাম হোসেন গাজী মোরেলগঞ্জ উপজেলার শ্রেণিখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সরাফত আলী গাজীর ছেলে।

স্থানীয়দের বরাদ দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, দাদা খলিল গাজীর সঙ্গে বাড়ির সামনের নদীতে মাছ ধরছিল ইমাম হোসেন গাজী। জোয়ার আসায় নদীর পানি বেড়ে যায়। পানির চাপে জালের দড়ি পেঁচিয়ে নিচের দিকে চলে যায় ইমাম হোসেন গাজী। বৃদ্ধ দাদা চেষ্টা করেও নাতীকে উদ্ধার করতে পারেনি। সেখানেই ইমামের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।