ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরের শান্তি নিবাসে ইফতার ও দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
ফরিদপুরের শান্তি নিবাসে ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুর: ফরিদপুরের শান্তি নিবাসে (বৃদ্ধাশ্রম) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় শহরের টেপাখোলাতে অবস্থিত শান্তি নিবাসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম এ ইফতার মাহফিলের আয়োজন করে। বৃদ্ধাশ্রমে থাকা নিবাসীদের সঙ্গে ব্যতিক্রমধর্মী এ ইফতার মাহফিলে উৎফুল্ল দেখা যায় নিবাসীদের।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা পরিষদের নির্বাহী মো. বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর, মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রেজভী জামান, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ এস এম আব্দুল হালিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের সদস্য সচিব শেখ জামাল, পূবালী ব্যাংকের ডিজিএম মো. হাফিজুর রহমান সরদার, সোনালী ব্যাংকের ডিজিএম মো. ওবায়দুর রহমান, সাবেক ছাত্রনেতা শেখ স্বাধীন শাহেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।