ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে টাকা-মোবাইল ফোন ছিনতাই 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

শুক্রবার (৫ এপ্রিল) রাতে ফতুল্লার পাগলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (৬ এপ্রিল) আহত এক যুবকের মা সাতজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পাগলা নয়ামাটি এলাকার মঞ্জু ও সাবিনা বেগমের ছেলে দুর্জয় (২২) ও তার বন্ধু হিমেল শুক্রবার রাত ৮টায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে পাগলা মার্কেটের সামনে জেলেপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিঠুন তার দুই ভাই রাব্বি, ইয়াসিন ও তাদের সহযোগী রাকিব, রাব্বি-২, আলআমিন, সানজিদসহ ৭-৮ জন পথরোধ করে রিকশা থেকে টেনে নামিয়ে একটি মাঠে নিয়ে হত্যার উদ্দেশে মারধর করে কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর স্থানীয় লোকজন তাদের দুজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।