ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ির দীর্ঘ লাইন, চলছে ধীরগতিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
গাজীপুরে গাড়ির দীর্ঘ লাইন, চলছে ধীরগতিতে

গাজীপুর: উত্তরবঙ্গের প্রবেশ মুখ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা। প্রতিবছর ঈদের আগে এই এলাকায় গাড়ির চাপ অতিরিক্ত হারে বেড়ে যায়।

ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে ঈদে বাড়ি ফেরা লাখ লাখ মানুষ। এবছরও এই চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার অতিরিক্ত চাপ বেড়ে গাড়ির দীর্ঘ লাইনে ধীর গতিতে চলছে বিভিন্ন যানবাহন। তবে যানজটে আটকে নেই যানবাহন।

সরেজমিনে গিয়ে এবং স্থানীয়দের সূত্রে জানা গেছে, গাজীপুর শিল্প এলাকা হওয়ায়‌ এখানে লাখ লাখ মানুষের বসবাস। গত দুইদিন ধরে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়ে যায়। ফলে সড়ক মহাসড়কে বিভিন্ন যানবাহনের চাপও বৃদ্ধি পায়। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে গাড়ির চাপের দীর্ঘ লাইনে লেগে যায়। তবে যানজটে আটকে নেই কোনো যানবাহন। ধীরগতিতেই চলছে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের বিভিন্ন বাহন।  

এদিকে ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে এক যোগে কাজ করে যাচ্ছে পুলিশ। গতকাল সোমবার চন্দ্রা এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাতে যানজটের তীব্রতা বেড়ে যায়। গভীর রাত থেকে যানজটের তীব্রতা কমতে থাকে। একপর্যায়ে সকালে চন্দ্র এলাকায় গাড়ির চাপ বেড়ে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে যানজট নেই। ধীরগতিতেই এসব যানবাহন চলছে।

লিটন মিয়া নামে এক যাত্রী বলেন, ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। যানবাহন থাকলেও ভাড়াটা বেশি দাবি করছে। তবে এ বছর তেমন যানজট নেই। সড়কে প্রচুর পরিমাণ গাড়ি থাকলেও থেমে নেই। ধীরগতিতে গাড়িগুলো চলছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল থেকেই গাড়ির চাপ থাকলেও যানজট নেই। ধীরগতিতেই যানবাহন চলাচল করছে। এতো মানুষ একসাথে বাড়ি ফিরছে। ফলে সব মিলিয়ে কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে পুলিশ যানজট নিরসনে এবং যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে এক যোগে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।