ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে আগুনে পুড়লো ৬ গুদাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
টঙ্গীতে আগুনে পুড়লো ৬ গুদাম ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে আগুন লেগে মুদি মালামালের ছয়টি গুদাম পুড়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টঙ্গী বাজারে একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি মুদি মালামালের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও ছয়টি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন পণ্যের ছয়টি গুদাম ও বিপুল পরিমাণ মুদি মালামাল পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. নাঈম জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।