ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বাসে তল্লাশি, ১২ স্বর্ণের বারসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
খুলনায় বাসে তল্লাশি, ১২ স্বর্ণের বারসহ যুবক আটক

খুলনা: খুলনা যাত্রীবাহী বাস থেকে স্বর্ণের ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

আটক মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে স্বর্ণের বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ২০,  ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।