ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কের পাশে মিলল হাতির মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
মহাসড়কের পাশে মিলল হাতির মৃতদেহ

গাজীপুর: জেলার রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়েছিল একটি হাতির মৃতদেহ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ওই হাতির মৃতদেহ উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তারা বিষয়টি আমাদের জানান। মৃত হাতির মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া দুর্বৃত্তরা হাতির দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে।

তিনি জানান, পুলিশের একটি ফরেনসিক দল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সিআইডি ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের পর ওই হাতির মৃত্যুর কারণ জানা যাবে। ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে হাতিটির ময়নাতদন্ত করবেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।