ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ডেমরা সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
ডেমরা সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

ঢাকা: রাজধানীর ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দুলাল উদ্দিন (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ২টার দিকে ডেমড়া চৌরাস্তা স্টাফ কোয়ার্টার এলাকায় ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত দুলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার মাহাতাবপুর গ্রামে। বর্তমানে ডেমড়া সারুলিয়া এলাকায় ভাড়া থাকেন। তার বাবা ভ্যানে মালামাল টানার কাজ করতেন।

তিনি আরও জানান, তার বাবা সারুলিয়া থেকে ভ্যানে করে চালের বস্তা নিয়ে ডেমড়া কোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। ডেমড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমড়া থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।