ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বাবার ছোড়া চাকুর আঘাতে প্রাণ গেল মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
বাবার ছোড়া চাকুর আঘাতে প্রাণ গেল মেয়ের

বগুড়া: বাবা শাসন করার সময় চাকুর আঘাতে রাহিমনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বগুড়ার কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাহিমনি ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। এ ঘটনায় জড়িত আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম বিভিন্ন পুকুরে নেট দিয়ে ঘিরে দেওয়ার কাজ করতেন। এজন্য কাজে যাওয়ার সময় তিনি ব্যাগে একটি ধারালো চাকু রাখেন। মঙ্গলবার সকালে পড়াশোনা না করার কারণে আব্দুর রহিম তার মেয়ে রাহিমনিকে শাসন করেন। এ সময় রাগের মাথায় চাকু নেই ভেবে ওই ব্যাগ দিয়ে মেয়েকে আঘাত করেন। তখন ওই ব্যাগে থাকা ধারালো চাকু রাহিমনির পেটে ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কাহালু হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।