ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে গরমে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
যশোরে গরমে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

যশোর: যশোরে গরমে অসুস্থ হয়ে আহসান হাবীব নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 মৃত আহসান হাবীব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মৃতের স্বজনের দাবি, তিনি গরমে অসুস্থ হয়ে হয়ে মৃত্যুবরণ করেছেন।
 
আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবীব সকাল ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ জানান, সকালে জরুরি বিভাগে ওই রোগীকে আনা হয়। রোগীর স্বজনরা বলছেন, তিনি সকালে মাঠে কাজ করেছেন, রোদে গিয়েছিলেন, তাদের দাবি, গরমে অসুস্থ হয়ে ওই স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।  আমরা চূড়ান্ত রিপোর্ট পাইনি।  তবে প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।