ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ৫, ২০২৪
ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল ঘাটাইল উপজেলায় ফতেরপাড়া-খিলপাড়া রোড এলাকায় বজ্রপাতে ওয়াজেদ আলী খান (৫০) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রায়হান খান ও নিহতের পরিবার জানিয়েছেন, ওয়াজেদ আলী একজন হোটেল বাবুর্চি ছিলেন। শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। রাত ১১টায় বজ্রপাতের একপর্যায়ে ফতেরপাড়া-খিলপাড়া রোডে তার মৃত্যু হয়। রোববার (৫ মে) সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ঝাইকা রাস্তার নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়। তার শরীলের বিভিন্ন অংশ বজ্রপাতে পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৫, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।