ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ডোবায় মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৬, ২০২৪
সিলেটে ডোবায় মিলল যুবকের মরদেহ

সিলেট: সিলেটে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (৬ মে) সকাল ৯টার দিকে সিলেট সদর উপজেলকর টুকেরবাজার শরিফ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে এসএমিপর জালালাবাদ থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে সিলেট টুকেরবাজারস্থ শরিফ কমিউনিটি সেন্টারের বাবুর্চি কাঞ্চন মিয়া ওই সেন্টারের পার্শ্ববর্তী ডোবায় মরদেহ ভাসতে দেখে জালালাবাদ থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

 তিনি বলেন, ওই ব্যক্তি ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। সে রাতে রাস্তার পাশে-ফুটপাতে রাত যাপন করতে দেখেছেন স্থানীয়রা। যে কারণে ভবঘুরে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ৬, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।