ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কেমিক্যালে কলা পাকানোয় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ৭, ২০২৪
কেমিক্যালে কলা পাকানোয় ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা: অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে অপরিপক্ব কাঁচা কলা পাকানোর অপরাধে রাজধানীর এক ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একতা ফল মার্কেটে অভিযান চালিয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আবদুস সালাম।

অভিযানে দেখা যায়, মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে অনুমোদনহীন রাইপেন, ইথিলিন ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণ স্প্রে করে অপরিপক্ব কাঁচা কলা পাকানো হচ্ছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

পরে দক্ষিণ যাত্রাবাড়ী একতা মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে সচেতনতামূলক ও সতর্কতামূলক সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ৭, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।