ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রেললাইনে পড়েছিল অজ্ঞাত নারীর দ্বিখণ্ডিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
রেললাইনে পড়েছিল অজ্ঞাত নারীর দ্বিখণ্ডিত মরদেহ

গাইবান্ধা: জেলায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিক কখন কোন ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী তা জানা যায়নি।

শুক্রবার (১০ মে) দুপুরে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০৯ মে) রাত ৯টার দিকে সদরের শহরের কূপতলা স্টেশন এলাকায় রেললাইনে ওই নারীর দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।