ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণপাড়ায় ২ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২৪
ব্রাহ্মণপাড়ায় ২ ফার্মেসিকে জরিমানা

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুইটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বুধবার (১৫ মে) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়মের ঘটনায় এ সময় একটি ফার্মেসিকে ১০ হাজার এবং অপর একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা। অভিযোগ উপস্থাপন করেন ওষুধ প্রশাসন কুমিল্লার ওষুধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।