ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
খাগড়াছড়িতে নারীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে হা পা বাঁধা অবস্থায় ঈশ্বরী বালা ত্রিপুরা(৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৫ মে) সকালে জেলা সদরের ভাইবোন ছড়া ইউনিয়ের কলাবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ঈশ্বরী পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী। তিনি গত ৫দিন ধরে নিখোঁজ ছিলেন।  

জানা যায়, গত শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় ঈশ্বরী পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যাওয়ার পর আর ফেরেননি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

পেরাছড়া ইউনিয়নের মেম্বার কিশোরময় ত্রিপুরা জানান, নিহতের গায়ে থাকা পোষাক খুলে হাত পায়ে বেঁধে শ্বাসরোধ করে ঈশ্বরীকে হত্যা করা হয়। নিহতের স্বর্ণালংকার ছিনিয়ে নিতে এমন ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিকট এক আত্মীয়কে সন্দেহ করা হচ্ছে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা হয়।  

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।