ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুর রহমান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাহবুর ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে মাহাবুর নিজ বাড়িতে বোরো ধান মাড়াই করছিলেন। সন্ধ্যার হয়ে এলে ধানগুলো পরিষ্কার করার জন্য বৈদ্যুতিক মোটর চালিত ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনের ওয়ার্ড সদস্য হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।