ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলা নির্বাচন: ছুরিকাঘাতে বিজয়ী প্রার্থীর সমর্থক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২১, ২০২৪
উপজেলা নির্বাচন: ছুরিকাঘাতে বিজয়ী প্রার্থীর সমর্থক নিহত

কক্সবাজার: জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের সমর্থক ছিলেন।

মঙ্গলবার (২১ মে) বিকেলের দিকে তার মৃত্যু হয়। নিহত সফুর পশ্চিম পোকখালীর ৪ নম্বর ওয়ার্ডের মালমুরাপাড়ার মৃত নমিউদ্দিনের ছেলে।

জানা গেছে, নির্বাচনে টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তালাবের এক সমর্থককে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের সমর্থকেরা। খবর পেয়ে ছুটে যান সফুর আলম। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। তবে এটি কেন্দ্রের বাইরে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।