ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

লরির ধাক্কায় গেল বাড়ির পথে থাকা রাব্বির প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
লরির ধাক্কায় গেল বাড়ির পথে থাকা রাব্বির প্রাণ

ময়মনসিংহ: গফরগাঁও উপজেলায় একটি মালবাহী লরির ধাক্কায় আল মামুন রাব্বী (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় তার সহপাঠী আরাফাত (১৮) গুরুতর আহত হন।

বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গফরগাঁও-রসুলপুর সড়কের ময়নার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী আল মামুন রাব্বী উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ছিলেন। আহত আরাফাত একই এলাকার শরিফুল ইসলাম মিল্টনের ছেলে। তারা আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, সকালে মোটর সাইকেল নিয়ে রাব্বী ও আরাফাত ইংরেজি প্রাইভেট পড়তে যান। গফরগাঁও পৌর শহর থেকে পড়া শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথে একটি মালবাহী লড়ি তাদের ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন। আরাফাতকে উন্নত চিকিৎসার জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।