ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০ হাজার ডিমসহ পিকআপভ্যান ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
২০ হাজার ডিমসহ পিকআপভ্যান ছিনতাই

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁ উপজেলায় ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৪ মে) রাতে বিষয়টি জানান ডিম ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।

ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার (২৪ মে) রাত ১০টার দিকে আমার মালিকানাধীন টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে রওনা করে। সোনারগাঁ উপজেলার পরাপরদি-তালতলা বাজারের মাঝামাঝি এলে পেছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার পিকআপভ্যানের গতিরোধ করে। পরে ড্রাইভার হুমায়ুন ও হেলপার সিরাজকে তারা কারেন্টের তারের খাম্বার সঙ্গে বেঁধে মারধর করে এবং ডিমবোঝাই ভ্যানটি নিয়ে চলে যায়।

তিনি সাংবাদিকদের আরও বলেন, পিকআপভ্যানে করে প্রায় দুই লাখ আট হাজার টাকার ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।

সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. কবির হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।