ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে দেয়ালচাপায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
বরিশালে দেয়ালচাপায় ব্যবসায়ী নিহত

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় দেয়াল ধসে এর নিচে চাপা পড়ে এক দোকান ব্যবসায়ী হয়েছেন।

মৃত মো. নুরুল আমিন (৪০) মেহেন্দিগঞ্জের বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।

তিনি মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের একজন ব্যবসায়ী ছিলেন।

শনিবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান।

ওসি ইয়াছিনুল হক বলেন, শুক্রবার (২৪ মে) রাত ১০টার দিকে নুরুল আমিন দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

বদরপুর এলাকায় মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে তার নিচে চাপা পড়েন নুরুল আমিন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।