ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২৫, ২০২৪
ঢামেক হাসপাতালে বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনিরুজ্জামান মাসুম (৪৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেলা সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (২৪ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুভাষ কুমার ঘোষ জানান, বন্দি মনিরুজ্জামানকে চিকিৎসার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। শুক্রবার (২৪ মে) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ওই বন্দির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা উল্লেখ করেন Hypovdemic shock due to Acute watery diarrhoea।  

বন্দি মনিরুজ্জামানের কয়েদি নম্বর (৪৬৮১/এ)। তিনি পাবনার ঈশ্বরদীর পিয়ারপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ঈশ্বরদী থানার একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।