ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল

ভোলায় বাঁধ ধসে ৩০ গ্রাম প্লাবিত, ঘরচাপায় এক নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ভোলায় বাঁধ ধসে ৩০ গ্রাম প্লাবিত, ঘরচাপায় এক নারীর মৃত্যু

ভোলা: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত ৩০ গ্রাম। এছাড়া ঝড়ে ঘরচাপায় মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনেজা লালমোহন পশ্চিম চরউমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

এদিকে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ২০/২৫ টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত ৩০ গ্রাম।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।