ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় গাছ পড়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
খুলনায় গাছ পড়ে যুবক নিহত

খুলনা: জেলার বটিয়াঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে ঘরের ওপর জামগাছ পড়ে লালচাঁদ মোড়ল (৩৬) নামের ওই যুবক নিহত হন।

লালচাঁদ মোড়ল এই গ্রামের গহর মোড়লের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

সুরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস কে জাকির হোসেন বলেন, ঝড়ের রাতে ঘরে ছিলেন লালচাঁদ। ঝড়ে জামগাছ ভেঙে ঘরের ওপর পড়ে। সোমবার (২৭ মে) সকালে লোকজন গিয়ে গাছ কেটে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন। তার ঘরের অবস্থা ভালো ছিল না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, রোববার (২৬ মে) রাতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন লাল চাঁদ মোড়ল। পরে রাতেই তিনি বাড়ি ফিরে যান। পরে গাছচাপা পড়ে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।