ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

চাঁদপুর: ষষ্ঠ উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে আগামী বুধবার (২৯ মে) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (২৭ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠির সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তের নির্দেশনা রয়েছে।  

মঙ্গলবার (২৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে বলেন, ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মে ২৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।