ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কারাবন্দি কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কারাবন্দি কয়েদির মৃত্যু

ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামসুদ্দিন (৬০) নামে এক কারাবন্দি কয়েদি মারা গেছেন।

কয়েদি সামসুদ্দিন (কয়েদি নাম্বার-১৮৯/এ) একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

বুধবার (২৯ মে) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি জানান, সামসুদ্দিনকে বরিশাল কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মঙ্গলবার (২৮ মে) তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টা ৩৭ মিনিটে মারা যান তিনি।

হাসপাতালে চিকিৎসক তার মৃত্যুর প্রমাণপত্র উল্লেখ করেন কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় ওই কারাবন্দি মারা গেছেন।

সামসুদ্দিন ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া ব্যাংকের হাট গ্রামের মন্তাজ উদ্দিন সন্তান। তার সেশন মামলা নং-৩৬/২০, সি আর-২৩৪/১৯, এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রাম কারাদণ্ড হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।