ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল 

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফেরেননি ৩ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৪
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ফেরেননি ৩ জেলে

সাতক্ষীরা: ঘূর্ণিঝড় রিমালের সময় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিন জেলে। চারদিন পেরিয়ে গেলেও তারা বাড়ি ফেরেননি।

তাদের নৌকারও সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরা।

শুক্রবার (৩১ মে) নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি জানান।

নিখোঁজ জেলেরা হলেন - সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে মো. সাইদুর রহমান (৪২), মো. হজরত আলীর ছেলে মো. হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।

পরিবারের সদস্যরা জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে দুটি নৌকায় ৬ জন জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। বনে যাওয়ার দিন শনিবার (২৫ মে) মোবাইলফোনের মাধ্যমে তাদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। ঘূর্ণিঝড় রিমালের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ জেলেরা কোথায় আছেন, কী অবস্থায় আছেন? এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।  

তবে একই সময়ে যাওয়া অন্য নৌকার জেলেদের সঙ্গে যোগাযোগ হয়েছে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের।

তাদের উদ্ধৃতি দিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, সঙ্গে যাওয়া আরেকটি নৌকার তিন জেলে তাদের খোঁজ করছেন।

অন্য নৌকার জেলে আবু সালেহ জানিয়েয়েন, শনিবার (২৫ মে) কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে দুটি নৌকায় ছয় জন ওই দিনই সুন্দরবনের মিশিনখালী এলাকায় পৌঁছাযন। সেখান থেকে তারা দুটি নৌকা দুই দিকে ভাগ হয়ে মাছ ধরতে থাকেন। এরপর রোববার থেকে ওই তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তারা ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়েছে বলে জানান তিনি।

আবু সালেহ আরও জানান, তাদের নিখোঁজের খবর সুন্দরবনের কোবাদক স্টেশনে জানানো হয়েছে। আজ আমরা খুলনার নলিয়ান স্টেশন অফিসে যাচ্ছি।

এদিকে, কোবাদক স্টেশনের স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, এখনো পর্যন্ত আমরা এমন কোনো খবর পাইনি। তবে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান জানান, সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর পেয়েছি। আমরা যাচাই-বাছাই করছি কতজন গিয়েছিল এবং কতজন ফিরেছে। তথ্য পেলে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।