ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাংনীতে আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুন ৪, ২০২৪
গাংনীতে আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত নয় আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুন) রাত থেকে মঙ্গলবার (৪ জুন) দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

গাংনী থানার (তদন্ত অফিসার) মনোজিৎ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- গাংনীর কষ্টদহ গ্রামের মো. আব্দুল মোমিনের ছেলে মো. জিনারুল ইসলাম, মহেশপুর গ্রামের মো. আবুল খায়েরের ছেলে মো. মাসুদ করিম, পলাশীপাড়া গ্রামের মৃত মো. আবুল সায়েরের ছেলে মো. ডাবলু হোসেন, তার স্ত্রী মোছা. আমরিন খাতুন ও ছেলে মো. সিদ্দিক আলী, মো. সাইদ আলী, বামন্দী ক্যাম্পপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে মো. মহিদুল হক, মো. মাহাতাব আলীর ছেলে মো. বোরহান হোসেন, গাঁড়াবাড়িয়া গ্রামের রেজাউল খোকার ছেলে মো. সাইদুজ্জামান।

মনোজিৎ কুমার নন্দী জানান, আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত ওই আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।