ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ঘরের দরজা ভেঙে মিলল গাড়িচালকের মরদেহ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ৬, ২০২৪
মৌলভীবাজারে ঘরের দরজা ভেঙে মিলল গাড়িচালকের মরদেহ

মৌলভীবাজার: জেলা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মহিলা কমিশনার দিলারা রহমানের শৈয়ারপুরের বাসা থেকে জগলু মিয়া (২৫) নামে গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৫ জুন) সদর উপজেলার পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোড়া গ্রামের মো. মোছাব্বির মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়িচালক জগলু বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে থাকতেন। বুধবার ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তারা পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়।


তিনি আরও জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা বা কী ঘটেছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
বিবিবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।