ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রা: দ্বিতীয় দিনেও দেরিতে ছাড়ছে ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
ঈদযাত্রা: দ্বিতীয় দিনেও দেরিতে ছাড়ছে ট্রেন

ঢাকা: কোরবানির ঈদযাত্রার প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও দেরিতে ট্রেন ছাড়ছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, বুধবার দুই-একটি ট্রেন দেরিতে ছাড়লেও আজ বৃহস্পতিবার (১৩ জুন) দেরি করছে না।

ঈদে বাড়ি যাওয়ার জন্য যারা গত ৩ জুন অগ্রিম টিকেট কেটেছিলেন, তারাই আজ (বৃহস্পতিবার) ট্রেনে বাড়ি ফিরেছেন।  

সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকটি ট্রেন কমলাপুর থেকে বিলম্বে ছেড়ে গেছে। বেলা ১২ টার সময় স্টেশনের ড্যাশবোর্ডে দেখা গিয়েছে, ঢাকা থেকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ১১ টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছাড়েনি, কখন ছাড়বে সেটিও বলা নেই।

স্টেশন সূত্রের তথ্যানুযায়ী, দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর স্টেশন ত্যাগ করেছে আধা ঘণ্টা পরে।  

এদিকে দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে স্টেশন ত্যাগ করার কথা থাকলেও সেটি সাড়ে ছয়টার দিকে স্টেশন ত্যাগ করে।  

তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল সাড়ে ৭ টায়।  

কিশোরগঞ্জের এগারোসিন্ধুর প্রভাতী ছাড়ার সময় ৭টা ১৫ মিনিট হলেও সেটি ৯ টার পর স্টেশন ত্যাগ করে। চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতী এক্সপ্রেস ৭ টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলে ৮টায় ছেড়ে যায়।  

এদিকে সিলেটের পারাবাত এক্সপ্রেস, কিশোরগঞ্জের এগারোসিন্ধুর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় চলে আসলেও এসব ট্রেন স্টেশনে প্রবেশ করেনি। এসব ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকতে হয়েছে যাত্রীদের।  

রেলওয়ে সূত্র বলছে, কমলাপুর স্টেশন থেকে ৬৬ জোড়া ট্রেন ছেড়ে গেছে। আর ঈদ স্পেশাল ট্রেন ছাড়বে একটি। ঈদ উপলক্ষে বিভিন্ন ট্রেনের সঙ্গে ২৫টির মতো বাড়তি বগি যুক্ত করা হয়েছে। গতকাল ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজনে ভুল হওয়ায় বিলম্ব হয়েছে বলে জানিয়েছে একাধিক রেলকর্মী। ফলে এই ট্রেনগুলোর বিলম্বের জের অন্য ট্রেনগুলোতেও টানতে হচ্ছে। ফলে ২০/৩০ মিনিট দেরি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ট্রেনগুলো ঢাকায় সময়মতো এলে সময়সূচি মেনে ঢাকা ত্যাগ করতে পারে। ট্রেনগুলো অধিকাংশ সঠিক সময়েই ছাড়ছে, এটাকে শিডিউল জটিলতা বলা যায় না।  

এদিকে আগামী কয়েকদিনে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণকাজ চলাচলের জন্যে কিছুটা বিলম্ব হবে বলে আগেই জানিয়েছেন ঢাকা স্টেশন ম্যানেজার।  

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৪ 
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।