ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মহাসড়কে থেমে থেমে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
টাঙ্গাইলে মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে উত্তরবঙ্গগামী লেনে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে ঢাকাগামী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ জুন) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় এক‌টি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়‌কে বন্ধ হ‌য়ে যায় গাড়ি চলাচল। ফ‌লে মহাসড়‌কের পুংলী থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকা জু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ট্রাক‌টি স‌রি‌য়ে নিলে গতি ফেরে মহাসড়কে। দুর্ঘটনার কার‌ণে সা‌র্ভিস লেন দি‌য়ে গাড়ি চলাচল ক‌রে।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভো‌রে এক‌টি ট্রাক সড়‌কে উল্টে প‌ড়ে। এতে ট্রা‌কে থাকা বস্তাগু‌লো সড়‌কে ছড়ি‌য়ে ছি‌টি‌য়ে প‌ড়ে। ফ‌লে কিছ‌ু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লে‌নে। ত‌বে সার্ভিস লেন চালু ছিল। ‌ক্ষতিগ্রস্ত ট্রাক‌টি স‌রি‌য়ে নেওয়ার পর দ্রুত গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।