নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুতা তৈরির একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জুন) ভোর রাতে টেকপাড়া এলাকায় অবস্থিত জামাল মোল্লার রিসাইকেল টেক্সটাইল মিলে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় জামাল মোল্লা রিসাইকেল টেক্সটাইল মিল নামের একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। এসময় মুহূর্তের মধ্যে আগুন কারখানার পুরো শেডে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে টিনশেডে থাকা সুতা ও তুলাসহ দুটি সুতার মেশিন পুড়ে গেছে। মিলের মালিক সাদ্দাম হোসেন আগুন নিয়ন্ত্রণের সময় আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মালিক পক্ষ দাবি করছে পুড়ে যাওয়া মালামালের ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ টাকা।
তবে তদন্ত সাপেক্ষ অগ্নিকাণ্ডের কারণ নিরূপণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এমআরপি/এসআইএস