ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ভূ-মধ্যসাগরে নিহত ১১ জনের তিনজন মাদারীপুরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
ভূ-মধ্যসাগরে নিহত ১১ জনের তিনজন মাদারীপুরের

মাদারীপুর: ইতালি যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহত ১১ বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়ি মাদারীপুরে। নিহতের খবর বাড়ি পৌঁছানোর পর শোকের মাতম উঠে পরিবারে।

নৌকাডুবির ঘটনায় ২৬ শিশুসহ এখনও ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।  

এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

মাদারীপুরে নিহত তিনজনের মধ্যে জেলার শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার, সাব্বিরসহ আরও একজন রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, শিবচরের আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায়।

এর আগেও একবার সমুদ্র পথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন আলী। মঙ্গলবার (১৮ জুন)  লিবিয়া হয়ে ইতালি যাবার উদ্দেশে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। এ ১১ জনের মধ্যে মাদারীপুরের শিবচরের আলী হাওলাদার, সাব্বিরসহ তিনজন রয়েছে বলে জানা গেছে।

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, দেশে থাকার সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছি না। পরিবারে ছয় বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চালানো দায়।

জানা যায়, আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালি যাত্রা করে। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের তথ্য এখনও পাইনি। তবে খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।